আপনার গাড়ি কিংবা মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেয়ার জন্য প্রথমেই বিডিকারসেলস-এ আপনার একাউন্ট তৈরি করতে হবে। তারপর “Sell your vehicle” সেকশন-এ আপনার বিজ্ঞাপনের জন্য প্রয়োজনীয় তথ্য পুরন করতে হবে, আব্যশিক তথ্যসমূহ স্টার প্রতীক দেয়া আছে আপনাদের সুবিধার জন্য। এই সকল তথ্যের মধ্যে বিজ্ঞাপন টাইটেল, আপনার যানবাহনের প্রকার, মেক এবং মডেল অবশ্যই দিতে হবে, আপনার যানবাহনের কন্ডিশনও (নতুন, ব্যাবহরিত অথবা রিকন্ডিশন)পুরন করতে হবে। এরপর পুরন করতে হবে আপনার যানবাহনের স্থান।
এরপরের সেকশন-এ আপনাকে আপনার যানবাহনের দাম লিখতে হবে, এরপর আপনার গাড়ির রং, তৈরির বছর, কত কিলোমিটার চলেছে, কোন প্রকার জ্বালানি ইত্যাদি তথ্য পুরন করার পরে আপনার পছন্দমত লিখতে পারবেন আপনার বিজ্ঞাপনের বর্ণনা। তারপর আপনি সহজেই আপনার যানবাহনের ছবি আপলোড করতে পারবেন, অবশেষে আপনার যোগাযোগের তথ্য দিয়ে আপনার বিজ্ঞাপন পাবলিশ করতে পারবেন।
আপনার “Account Details” অংশে আপনি তথ্য দিতে পারবেন আপনি ব্যাক্তিগত বিক্রেতা অথবা পেশাদার বিক্রেতা (Dealer)। এর মাধ্যমে ক্রেতারা আলাদাভাবে ব্যাক্তিগত বিক্রেতা অথবা পেশাদার বিক্রেতাদের বিজ্ঞাপন দেখতে পারবেন।